পৃষ্ঠাসমূহ

রবিবার, ৫ জুন, ২০১৬

সহজেই নিয়ন্ত্রন করুন আপনার নেটয়াকের যে কোন কম্পিউটার কে কোন সফটওয়ার ও ইন্টারনেট ছাড়া !!




হ্যাঁ আজকে একটি গুরুত্বপূর্ণ টেকনিক সেয়ার করছি । বিশেষ করে যারা আইটি যে কাজ করবেন তাদের মাস্ট জানা দরকার। প্রথমে আসি এর সুবিধাটা কি ?  ধরুন আপনি আপনার প্রতিষ্ঠান প্রধান অথবা কোন উপরস্থ কর্মকর্তা এর রুমে গেলেন হুট করে আপনার কাছে কোন একটা কাজ দেখতে চাইলে যা আপনাকে আগেই করতে দিয়েছিল এবং তা আপনার কম্পিউটারে করা আছে। অথবা ধরুন ইলাস্টেটার এ ডিজাইন করা কোন ফাইল দেখাবেন সে ক্ষেত্রে বসের পিসিতে ইলাস্টেটার ইন্সটল নাও থাকতে পারে। তখন হয়ত হয়ত আপনি আপনার রুমে আসবেন সেটা পেন্ড্রাইভে নেয়ার জন্য অথবা এফটিপি অথবা অন্য কোন মিডিয়ার দ্বারা। এতে আপনার সময় অপচয় হচ্ছে অন্য দিকে বসের কাছে আপনার মূল্যায়ন টাও কম হবে। এই অবস্থায় আপনি চাইলেই আপনার বসের কম্পিউটারেই আপনি আপনার কম্পিউটারেই ঢুকতে পারবেন।
চলুন এবার দেখি এটা কিভাবে করা জায়।

আপনি যে কম্পিউটার এক্সেস করতে চাচ্ছেন সেটার আই পি (যেমন ধরুন ১৯২.১৬৮.১.১০০ এটা একটা আই পি) টা জানতে হবে। এবং রিমুট কন্টোল টা চালু করে রাখতে হবে উইন্ডোজ থেকে ঠিক এভাবে স্টার্ট বাটন ক্লিক করে নিচের সার্চ বারে লিখুন Remote desktop..
নিচের মত সাজেসন্স দেখাবে সেখান থেকে Allow Remote Access to your computer 
এ ক্লিক করুন । 


ক্লিক করার পর নিচের মত উয়িন্ডো দেখাবে 
allow remote assistant এ টীক দিন  এবং নিচের দিকে Allow remote connections to this computer টিক দিন Ok প্রেস করুন । এখন এই কম্পিউটার এ রিমুট কন্ট্রোল চালু হল ।

এখন যে কম্পিউটার থেকে আপনি রিমুট চালু করা পিসিতে আক্সেস করতে চাচ্ছেন সেটার স্টাট বাটন ক্লিক করুন ।
লিখুন remote দেখবেন সাজেস্নস দেখাচ্ছে উপরের ছবির মত সেখান থেকে  Remote Desktop connection
  

ক্লিক করার পর নিচের মত উইয়িন্ডো আসবে সেখানে যে পিসি তে আক্সেস করবেন সেটার User name এবং Password দিয়ে  Ok ক্লিক করুন


নিচের মত কনফার্মেশন উয়িন্ডো দেখাতে পারে Don't ask me again এ টীক দিয়ে Ok দিন ব্যাস এখন এক্সেস মনের খুসিতে




ফেইসবুক পেইজ Tutsshare

সোমবার, ৩০ মে, ২০১৬

How to solve Bengali font problem in Firefox . ব্রাউজারের বাংলা লেখা দেখতে সমস্যা ? উল্টা পালটা দেখাচ্ছে , এক মিনিটেই সমাধান করুন !!!



ব্রাউজারের বাংলা লেখা দেখতে সমস্যা ? উল্টা পালটা দেখাচ্ছে , এক মিনিটেই সমাধান করুন !!!


হ্যাঁ আজকে এই বিষয়টাই শেয়ার করব আপনাদের সাথে । আপনার ব্রাউজারের (মজিলা এবং ক্রোম ) এর মেনুবারের(ডান পাশের অথবা বামপাশে থাকবে, ভার্সন এর উপর এটা নির্ভর করে) 



এবার Option এ ক্লিক করুন সেখান থেকে Content টাবে ক্লিক করুন দেখবেন ডিফল্ট ফন্ট হিসেবে Times new roman দেয়া আছে। পাশের ড্রপডাউন এ ক্লিক করে ফন্ট সিলেক্ট করুন Siyam Rupali  তারপর OK ক্লিক করে টাব কেটে দিন দেখবেন সব বাংলা দেখা ঠিক মত দেখা যাচ্ছে ব্রাউজারে । 

 এই পুরো বিষয়টাই নিচের ভিডিও তে দেখানো হয়েছে । 



 ফেইসবুকে আমাদের পেজ tutsshare

শনিবার, ২৮ মে, ২০১৬

How to partition you hard disk and chnage drive letter or divide a drive into 2 drive without installing new OS

আমরা সাধারানত নুতন উইন্ডোজ দেয়ার সময় হার্ডডিস্ক পারটিশন করে থাকি কিন্তু সেটা উইন্ডোজা না দিয়েও করা জায় সেটা অনেকে হয়ত জানেনা। তাছারা কিভাবে ড্রাইভ লেটার  চেঞ্জ (যেমন  থেকে  রুপান্তর) করতে হয় তা জানিনা।
আজকে এই বিসয় টা শেয়ার করব ।
প্রথমে মাই My computer কার্সর  রেখে rith botton click করি ।
তারপর নিচের ধাপ অনুশরন করি ।
Manage > Disk Management


সেখানে ডান পাশে দেখব আমাদের ড্রাইভ গুলোর নাম Unallocated Space ড্রাইভ লেটার চেঞ্জ এর জন ড্রাইভের উপর কার্সর রেখে right botton ক্লিচক করি

change drive letter and path এ ক্লিক করে নিচের মত উয়িন্ডো আসবে সেখান থেকে change এ ক্লিক করে নিউ ড্রাইভ লেটার সিলেক্ট করে ok প্রেস করি ব্যাস ড্রাইভ change হ্য়ে  গেল


এখান থেকে আপনি চাইলে কোন ড্রাইভ ডিলেট অথাবা ফরম্যাট ও দিতে পারবেন un-allocated space থাকলে তার right botton click করে Make a New vollume এ ক্লিক করে নিউ ড্রাইভ তৈরি করতে পারবেন নিচের মত করে।




এবার আসি কিভাবে পার্টিশন করবেন যে ড্রাইভ কে পার্টিশন করতে চান তার উপর কার্সর রেখে right botton ক্লিক করে সেলেক্ট করুন Shrink Volume । ক্লিক করার পর নিচের মত একটা উইন্ডো আসবে সেখান থেকে আপনার মত সাইজ সিলেক্ট করে shrink বাটন ক্লিক করলেই নিঊ একটা ড্রাইভ হয়ে হাবে। এবার my computer গিয়ে নিউ ড্রাইভ টাকে একটা ফরম্যাট দিতে হবে। নিচে ভিডিওতে আরও ভাল করে দেখানো হল । দেখে নিতে পারেন ।  

like us facebook tutsshare