পোর্ট ফরোয়ার্ডিং আমাদের আইটিতে খুবই গুরুত্তপুর্ন একটা বিষয়, এটা জেনে রাখা খুবই দরকারি। পোর্ট ফরোয়ার্ডিং এর মাধ্যমে একটি মাত্র পাবলিক আইপি দিয়ে ভিন্ন ভিন্ন পোর্টকে ইউজ করে আপনি আপানার রিসোর্সকে আপনার লোকাল নেটোয়ার্কের বাহিরে থেকে এক্সেস করতে পারেন।
এর নানাবিধ ব্যাবহার এর মধ্যে উল্লেখযোগ্য
১। লোকাল সার্ভারএ হোস্ট করা আপনার কম্পানির ERP Software কে মাল্টিপল অফিস বা মোবাইল থেকে এক্সেস করতে পারেন
২। এফটিপি সার্ভার/ফাইল সার্ভার কে বাহির থেকে এক্সেস সুবিধা দিতে পারবেন
৩। মেইল সার্ভার এর জন্য পোর্ট কে ফরোয়ারডিং করতে পারেন।
৪। রিমোট ডেস্কটপ/ভিএনসি মাধ্যমে পাবলিক আইপি দিয়ে এক্সেস করতে পারবেন
৫। CCTV DVR/NVR কে আপনার পাবলিক আপির মাধ্যমে এক্সেস করতে পারবেন।
আর মাইক্রোটিকে কিভাবে পোর্ট ফরোয়ারডিং করতে হয় সেটা নিচে দেখে নিতে পারেন।
In this video shows how to access your internal resource like CCTV Camera, NVR, DVR , Web Application, ERP Software, FTP Server outside of your Network using Public IP Port forwarding in Mikrotik router
#Mikrotik Router #Port Forwarding in Mikrotik # Mikrotik Public IP Port Forwarding #Tech #Tutsshare
#Tech Tutorials Share #tuts share , #tutorial #TutsShare #tuts share
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন